রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী অঙ্গীকাবদ্ধ : পলক 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী অঙ্গীকাবদ্ধ : পলক 

দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। রোববার (২১ জানুয়ারি) সিংড়া ডায়াবেটিক সমিতি চক্ষু ইউনিটর উদ্বোধনকালে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি উপরের উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, সিংড়ার মানুষরা যাতে আগামীদিনে ডায়াবেটিকের চিকিৎসার পাশাপাশি চক্ষু ও দন্ত চিকিৎসা পায় সেজন্য সার্বিক ব্যবস্থা হাতে নিয়েছি। 

অনুষ্ঠান সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের  সভাপতিত্বে ও মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ ডায়াবেটিক সমিতির শুভাকাঙ্খিরা। 

এর পূর্বে প্রতিমন্ত্রী তার নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ৫ হাজার হুয়াওয়ে ৩ হাজার ঈজওএ ২ হাজার কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করেন।

টিএইচ